শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জেএসসিতেও ভরাডুবি কুমিল্লা বোর্ডের

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ৩:৩৫ পিএম

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি, এইচএসসি পরীক্ষার পর এবার জেএসসিতেও ফলাফলে ভরাডুবি হয়েছে। এ বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ। গত চার বছরের মধ্যে এটাই সর্বনিম্ন পাসের হার।
শনিবার দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ফলাফল ঘোষণা করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ছেলে ১ লাখ ৮ হাজার ৫০৪ জন এবং মেয়ে ১ লাখ ৫৩ হাজার ২৪৯ জন। পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন, যার মধ্যে ৭০ হাজার ৩৭৪ জন ছেলে ও ৯৪ হাজার ৮২ জন মেয়ে।
এবার পাসের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ৬৪ দশমিক ৮৬ শতাংশ ছেলে ও ৬১ দশমিক ৩৯ শতাংশ মেয়ে পাস করেছে।
২০১৬ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ৬৮ শতাংশ, ২০১৫ সালে পাসের হার ছিল ৯২ দশমিক ৫১ শতাংশ, ২০১৪ সালে পাসের হার ছিল ৯৩ দশমিক ৭৫ শতাংশ এবং ২০১৩ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৪৫ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন