রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এবার রাজপথে সাবেক ফুটবলার ও সংগঠকরা!

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির সভাপতি কাজী সালাউদ্দিনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়ে এবার রাজপথে নেমে এসেছেন দেশের সাবেক তারকা ফুটবলার ও সংগঠকরা। বাফুফের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিবাদমূখর হয়ে উঠেছেন তারা। এর আগে ‘বাঁচাও ফুটবল’ স্লোগান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করলেও সাবেক ফুটবলার ও সংগঠকরা এবার পালন করেন মানববন্ধন কর্মসূচি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিভিআইপি গেটে অবস্থান নিয়ে ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা বাফুফের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান। তারা দেশের ফুটবল উন্নয়নের জন্য বাফুফের আসন্ন নির্বাচনে কাজী সালাউদ্দিনকে নির্বাচিত না করতে কাউন্সিলরদের প্রতি অনুরোধ জানান। লিখিত বক্তব্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি ও দেশবরেণ্য ক্রীড়া সংগঠক মনজুর কাদের বলেন, ‘ফুটবলের উন্নয়নের জন্য কাজ করতে আজ আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে। বাফুফের বর্তমান কমিটি গেল আট বছরের দায়িত্বকালে দেশের ফুটবলকে পঙ্গু করে দিয়েছে। বাফুফের ‘সো কলড’ সভাপতি একজন দুর্নীতিবাজ লোক। তিনি বিদেশ থেকে অপরিপক্ব দল এনে জাতির জনক বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট করে জাতির পিতার নামের অবমাননা করেছেন। শেখ কামালের নামের প্রতি অবিচার করেছেন চট্টগ্রামে টুর্নামেন্ট আয়োজনের নামে। আসলে তাদের উদ্দেশ্য ছিল এখান থেকে অর্থ কামানো। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, প্লিজ আপনি ফুটবলকে বাঁচান। যারা ফুটবলের মরাগাঙে জোয়ার দেখতে চান, তাদেরকেও আমরা পাশে পেতে চাই।’ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া বলেন, ‘বাফুফের বর্তমান কমিটি ফুটবলকে ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে টেনে এনেছে। আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে বলতে চাই, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্রিকেটে যে ধরনের কমিটি করে দিয়েছেন, ফুটবলেও সেরকম কমিটি করে দিন। তাহলে হয়তো ফুটবলটা বেঁচে যাবে। আগের জৌলুস ফিরে পাবে। আমাদের চেয়ারে বসার লোভ নেই। আমরা ফুটবলকে ভালবাসি বলেই আজ রাস্তায় নেমে এসেছি।’ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু বলেন, ‘বাফুফের বর্তমান দুর্নীতিবাজ কর্মকর্তাদের হটান, ফুটবলকে বাঁচান।’ সাবেক ফুটবলার নওশেরুজ্জামান নওশেরের কথা, ‘বাফুফেতে সবই হয়, কিন্তু ফুটবলটা হয় না। স্টেডিয়ামে দর্শক নেই। আন্তর্জাতিক মানের কোন টুর্নামেন্টের আয়োজনও নেই দেশে। শুধু শুধু বাফুফে ভবনে ব্যস্ততা দেখান কর্মকর্তারা। কাজের কাজ কিছুই করেন না তারা।’ আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ফুটবলকে বাঁচান। যোগ্য লোকদের ফুটবলের সেবা করার সুযোগ করে দেন।’ তরুণ ক্রীড়া সংগঠক এ কে এম মুমিনুল হক সাঈদ বলেন,‘দেশের ফুটবল এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। এখনই সময় একে বাঁচানোর। বাফুফের বর্তমান কমিটির কর্মকর্তাদের না সরালে হয়তো ফুটবল বাঁচবে না। আমি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি তাদের হাত থেকে দেশের ফুটবলকে বাঁচাতে।’
মানববন্ধনে সাবেক ফুটবলারদের মধ্যে জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, নওশেরুজ্জামান নওশের, শামসুল আলম মঞ্জু, আবু ইউসুফ, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, শফিকুল ইসলাম মানিক, রিয়াজ উদ্দিন রিয়াজ, আবদুল গাফফার, কায়সার হামিদ, খন্দকার ওয়াসিম ইকবাল এবং সংগঠকদের মধ্যে মনজুর কাদের, লোকমান হোসেন ভূঁইয়া, মনজুর হোসেন মালু, মোস্তাকুর রহমান মোস্তাক, এ কে এম মুমিনুল হক সাঈদ, আবু হাসান চৌধুরী প্রিন্স, এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর, নাসিরুল মল্লিক পিন্টু, মোস্তাফিজুর রহমান, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম রকি, তুহিন, এ কে এম নুরুজ্জামান, নয়ন চৌধুরী, কাইয়ুম ইসলাম, মামুনুর রহমান ও নাসির উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।
 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন