শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

যুক্তরাষ্ট্রকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় : আসিফ

পাকিস্তান থেকে ৫৮ হাজার বার আফগানিস্তানে হামলা : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইতিহাস শেখালো কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রকে তো একেবারেই করা উচিত নয়। এমন কড়া ভাষাতেই এবার ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করে আফগানিস্তানে ৫৭ হাজার আটশ’ বার হামলা চালানো হয়েছে। হাজার হাজার কোটি ডলারের বিনিময়ে পাকিস্তান ‘মিথ্যা ও ধোঁকা’ দিয়েছে বলে করা ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ার আসিফ এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ায় একাধিক আবেগময় টুইট করেছেন। তিনি তার টুইটগুলোতে একাধিকবার পাকিস্তানের আত্মত্যাগের কথা উল্লেখ করেন। আসিফ তার এক টুইটে বলেন, ‘আমরা একটি অস্বাভাবিক যুদ্ধ করছি, যেখানে আত্মত্যাগের কোন শেষ নেই। এখন ইতিহাস আমাদের শিক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্রকে অন্ধভাবে বিশ্বাস না করতে। আমরা দুঃখিত যে তারা (যুক্তরাষ্ট্র) খুশি নয় তবে আমরা আমাদের আত্মমর্যাদার সাথে আর আপোষ করবো না।’ অপর এক টুইটে ‘ওয়ার অব টেরর’ চলাকালীন যুক্তরাষ্ট্রের সৃষ্ট কারাগার সম্পর্কে আসিফ বলেন,‘গুয়ানতানামো বে কারাগার ভর্তি করতে আমরা সাহায্য করেছিলাম।’ তিনি নাইন ইলেভেনের সময় ক্ষমতায় থাকা পাকিস্তানের সাবেক শাসক পারভেজ মোশাররফের একটি স্কিন শট পোস্টের মাধ্যমে টুইট করা শুরু করেন। মোশাররফ সম্পর্কে তিনি বলেন, ‘একটি মাত্র ফোন কলের কাছে একজন শাসক আত্মসমর্পণ করেছিল। তারপর আমাদের দেশ, আমরা নিকৃষ্টতম রক্তস্নানের মধ্যে দিয়ে গেছি।’ এর আগে ডোনাল্ড ট্রাম্পের চলতি বছরের প্রথম টুইটটিই বেশ আলোড়ন সৃষ্টি করে। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে বেশ টানাপড়েন দেখা দিলেও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল বরাবরই। গত সোমবার দেশটির ওপর খড়্গহস্ত হয়ে ওঠার মাধ্যমে সামাজিক যোগাযোগ সাইট টুইটারে বছর শুরু করেন ট্রাম্প। এতে তিনি বলেন, ‘১৫ বছর ধরে বোকার মতো পাকিস্তানকে ৩ হাজার ৩০০ কোটি ডলারেরও বেশি অর্থসহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। প্রতিদানে তারা আমাদের মিথ্যা ও ধোঁকা ছাড়া আর কিছুই দেয়নি। আমরা আফগানিস্তানে যেসব সন্ত্রাসীকে দমন করছি, ‘সামান্য সহায়তার’ নামে তাদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান। এসব আর নয়!’ ট্রাম্পের ওই টুইটের কারণে বছরের প্রথম দিনেই পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ততায় পর্যবসিত হয়। বিতর্কিত টুইটটির জবাবে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। টুইটের ব্যাখ্যা চেয়ে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ডন, এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন