শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

যুক্তরাষ্ট্রের টাকার লোভে পাকিস্তান সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করেনি

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, যুক্তরাষ্ট্রের টাকার লোভে পাকিস্তান সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করেনি এবং ইসলামাবাদের প্রতি ওয়াশিংটনের বিদ্বেষী নীতি অব্যাহত থাকলে দ্বিপক্ষীয় সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবে ইসলামাবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী সা¤প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা যদি সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের অবদানকে স্বীকৃতি না দেয় তাহলে ওয়াশিংটন ইসলামাবাদের কাছ থেকে সহযোগিতা আশা করতে পারে না। লোধি বলেন, আমেরিকার নয়া প্রশাসনের দাবির বিপরীতে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে এবং সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ২০১৮ সালে তার প্রথম টুইটার বার্তায় উগ্র সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেন। তিনি সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে দেয়া আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দেন। অপরদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিন্দনীয় ও ভিত্তিহীন। পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইনের সঙ্গে টেলিফোন সংলাপে তিনি এ কথা বলেছেন। এরদোগান আরও বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে পাকিস্তান যে ত্যাগ স্বীকার করেছে সেটার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তিনি বলেন, আফগানিস্তানে তৎপর সন্ত্রাসীদের প্রতি পাকিস্তান সমর্থন দিচ্ছে বলে ট্রাম্প যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। এরদোগান আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে পাকিস্তানের যেসব নাগরিক প্রাণ বিসর্জন দিয়েছেন এবং ক্ষতির শিকার হয়েছেন তাদের সবার প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। যে কোনো বিপদে তুরস্ক বন্ধুরাষ্ট্র পাকিস্তানের পাশে থাকবে বলে তিনি ঘোষণা করেন। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন বলেন, তুরস্কের সরকার ও জনগণ আমাদের বিপদে পাশে থাকার যে প্রতিশ্রæতি দিয়েছে তা আঙ্কারার জন্য গর্বের বিষয়। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দেব আমরা। কারণ, তিনি তার বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে প্রাণ উৎসর্গকারীদেরকে অপমান করেছেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার এক টুইটার পোস্টে বলেছেন, গত ১৫ বছর ধরে আমেরিকা বোকার মতো পাকিস্তানকে তিন হাজার তিনশ’ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে। কিন্তু তারা মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই দেয়নি; আমাদের নেতাদেরকে বোকা মনে করেছে। আমরা যেসব সন্ত্রাসীকে আফগানিস্তানে ধরার জন্য খুঁজি সে বিষয়ে সাহায্য করে না তাদেরকে বরং নিরাপদ আশ্রয় দেয় পাকিস্তান। আনাদোলু, পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
আবির ৬ জানুয়ারি, ২০১৮, ১:৪৭ পিএম says : 0
একথা সত্য যে একটা সময় পাকিস্তান সন্ত্রাসবাদ দেখিয়ে যুক্তরাষ্ট্র থেকে অনেক টাকা নিয়েছে।
Total Reply(0)
নাসির ৬ জানুয়ারি, ২০১৮, ১:৪৭ পিএম says : 0
পাকিস্তান একটি প্রতিষ্ঠিত পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ এ কথা ট্রাম্প ভুলে গেছে।
Total Reply(0)
আমিন ৬ জানুয়ারি, ২০১৮, ১:৪৯ পিএম says : 0
পাকিস্তান এগিয়ে যাক।
Total Reply(0)
খায়ের ৬ জানুয়ারি, ২০১৮, ১:৫০ পিএম says : 0
পাকিস্তানকে কাবু করা সহজ হবে না কারণে তার পাশে চীন আছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন