শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফিল্যান্ডার তোপে বিধ্বস্ত ভারত

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে কম রানে গুটিয়ে দিয়ে আশা দেখিয়েছিলেন ভারতের পেসাররা। চোটের জন্য ডেল স্টেইন ছিটকে যাওয়ায় কাজটা কঠিন ছিল স্বাগতিকদের জন্য। তবে ভার্নন ফিল্যান্ডারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দারুণ এক জয় পেল ফাফ দু প্লেসির দল। কেপ টাউন টেস্ট ৭২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। চার দিনে শেষ হল প্রথম টেস্ট। এর মধ্যে তৃতীয় দিনের পুরো খেলা ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
নিউল্যান্ডসে গতকালও ছিল পেসারদের দাপট। পতন হওয়া ১৮ উইকেটের সব কটি নেন দুই দলের পেসাররা। সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্টেইনের অভাব বুঝতে না দেওয়া ফিল্যান্ডার। দ্বাদশবারের মতো পাঁচ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
প্রথম সেশনে পতন হয় ৮ উইকেট। ২ উইকেটে ৬৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্বাগতিকরা গুটিয়ে যায় ১৩০ রানে।
আগের ক্যারিয়ার সেরা ৬/৪৪ ছাপিয়ে ৪২ রানে ৬ উইকেট নেন ফিল্যান্ডার। দুটি করে উইকেট নেন রাবাদা ও মর্কেল।
আগামী শনিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২৮৬ ও ২য় ইনিংস : ৪১.২ ওভারে ১৩০ (মারক্রাম ৩৪, এলগার ২৫, ডি ভিলিয়ার্স ৩৫, মহরাজ ১৫; ভুবনেশ্বর ২/৩৩, বুমরাহ ৩/৩৯, শামি ৩/২৮, পান্ডিয়া ২/২৭)। ভারত ১ম ইনিংস : ২০৯ ও ২য় ইনিংস : ৪২.৪ ওভারে ১৩৫ (বিজয় ১৩, ধাওয়ান ১৬, কোহলি ২৮, অশ্বিন ৩৭, ভুবনেশ্বর ১৩*; ফিল্যান্ডার ৬/৪২, মর্কেল ২/৩৯, রাবাদা ২/৪১, মহারাজ ০/১২)
ফল : দক্ষিণ আফ্রিকা ৭২ রানে জয়ী।
ম্যাচ সেরা : ভার্নন ফিল্যান্ডার।
সিরিজ : ৩ ম্যাচে ১-০তে এগিয়ে দ.আফ্রিকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন