মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ধর্মমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের ঢাকাত্যাগ আজ

১৪ জানুয়ারী সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরের জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আজ রাতে সউদী আরবের উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবেন। আগামী ১৪ জানুয়ারী জেদ্দায় সউদ-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি (১৪৩৯ হিযরী) সম্পাদিত হবে। দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করবেন ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব গোলাম ফারুক, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব (হজ) মো: হাফিজ উদ্দিন, হাবের মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম ও ধর্ম মন্ত্রী’র ব্যক্তিগত কর্মকর্তা আবু সাঈদ। সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও জেদ্দাস্থ কনসাল জেনারেলও হজ চুক্তি প্রতিনিধি দলে অর্ন্তভূক্ত হবেন।
ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার কার্যক্রম দ্রæত এগিয়ে চলছে। বাংলাদেশী হজযাত্রীগণ যাতে অত্যান্ত সুন্দর ও সুষ্ঠুভাবে আগামী হজ পালন করতে পারেন দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে এ বিষয়টি আমরা প্রাধান্য দিবো। ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম নিয়ে গত কয়েক বছর ধরে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে আসছি। হজ নিয়ে কোনো প্রতারণা ও অনিয়মের ব্যাপারে কারো সাথে আপোষ করিনি। চলতি বছরেও হজ নিয়ে কোনো অনিয়ম ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। যেসব বেসরকারী হজ এজেন্সি হজ নিয়ে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক শিগগিরই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন