স্পোর্টস রিপোর্টার : এবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা সংবর্ধনা দিলো গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী লাল-সবুজের ক্রীড়াবিদদের। বুধবার সন্ধ্যা সাতটায় ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে এসএ গেমসে বাংলাদেশের তিন স্বর্নজয়ী সাতারু মাহফুজা খাতুন শিলা, শুটার শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্তকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেয় তারা। তিন স্বর্ণপদক জয়ীকে ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এছাড়া উপস্থিত ছিলেন সাবিনা আক্তার তুহিন এমপি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আখতার ডলী ও সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন