শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জাতীয় সার্ফিং ক্যাম্পেইন

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে গতকাল দিনব্যাপী জাতীয় সার্ফিং ক্যাম্পেইন প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের ¯েøাগান ছিলো ‘সুযোগ নাও সার্ফিংয়ে অংশগ্রহনের’। আগামী ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হবে ব্র্যাক চিকেন দ্বিতীয় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। বাংলাদেশে নতুন ও আকর্ষনীয় এই ক্রীড়া সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানানো এবং এর রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ গ্রহন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঢাকার ধানমন্ডিস্থ ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে প্রচার অভিযান। বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্রাক চিকেনের সহায়তায় অনুষ্ঠিত এই প্রচারাভিয়ানে বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতস্ফুর্ত ভাবে নিজেদের নাম রেজিস্ট্রেশন ও ফেসবুক শেয়ারিংয়ের মাধ্যমে এই প্রচারাভিযানে অংশ নেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও (ইউআইইউ) একই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন ও ব্র্যাক এন্টারপ্রাইজের কর্মকর্তা তানিমুল আজাদ রিফাত এসময় উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন