স্পোর্টস ডেস্ক : গতকাল ছিল সাকিব আল হাসানের ২৯তম জন্মদিন। জন্মদিনটাকে রঙিন করার কি সুন্দর উপলক্ষই না ছিল বিশ্বসেরা অল-রাউন্ডারের সামনে। ভারেতর বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ১৫ বলে ২২ রান। চোট্ট কিন্তু কার্যকরী এই ইনিংসটাই চড়েই দলের জয় দিয়ে জন্মদিনটা উদযাপন করতে পারতেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ১ রানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ।
শেষ তিন বলে দুই রান প্রয়োজন ছিল টাইগারদের, হাতে ৪ উইকেট। এই সহজ লক্ষ্যে পৌঁছাতে পারলে গতকালের জন্মদিনে দারুণ এক পার্টি দিতে পারতেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তার জন্মদিন উপলক্ষে ভারতবধের আরও একটি মহাকাব্য রচিত হতেই পারতো। কিন্তু কী দুর্ভাগ্য, ২৪ মার্চ ২৯তম জন্মদিনেও কাঁদতে হলো দেশসেরা এই ক্রিকেটারকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন