মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান
৪১৭. কারো কাছে গোপন কথা, বলবে নাকো খবরদার
রাখবে মনে কুলুপ এটে, খুলবে নাকো রুদ্ধদ্বার।
৪১৮. রাখতে গোপন পার যদি, গোপন কথা মনের মাঝ
পূরবে সকল আরজু দিলের, হবে সফল তোমার কাজ।
৪১৯. গোপন কথা গোপন করে রাখবে যে জন নিজ দিলে
রাসূল বলেন, অচিরেই পৌঁছিবে সে ঠিক মন্্যিলে।
৪২০. শস্যদানা চুপটি মেরে থাকে যদি মাটির তল
সময় মত উঠবে হেসে কুঁড়ি মুকুল পুষ্পদল।
৪২১. সোনা রূপা মাটির তলে না থাকিলে সংগোপন
হতোনা তা’ সুবর্ধিত মাত্র কিছু আর তখন।
৪২২. হাকিমের এই দরদ ভরা প্রতিশ্রæতি সম্ভাষণ
ঘুচালো ভয়, গেল ভরে প্রশান্তিতে দাসীর মন।
৪২৩. সত্যপ্রতিশ্রæতি হলো হৃদয়গ্রাহী স্বস্তিকর
মিথ্যাপ্রতিশ্রæতি সে এক বিড়ম্বনা নিরন্তর।
৪২৪. মহৎলোকের প্রতিশ্রæতি মুদ্রাসম সুবর্ণের
দুর্বিষহ যন্ত্রণা দেয় প্রতিশ্রæতি দুর্জনের।
৪২৫. বাদশাকে রোগ সম্পর্কে অবহিতকরণ এবং
স্বর্ণকারের নিকট দূত প্রেরণ
৪২৬. রুগীর নিকট হতে হাকিম গেলেন নিকট শাহানশার
স্বল্প কিছু হালত বাঁদির বলেন তিনি নিকট তাঁর।
৪২৭. বলেন যে, এই ক্রীতদাসীর স্বার্থে সঠিক চিকিৎসার
হোথায় নিয়ে আসতে হবে ভিন্্দেশী সেই স্বর্ণকার।
৪২৮. এনাম-খেলাত, পুরস্কারের দিয়ে নানা প্রলোভন
আনতে হবে শীঘ্র হেথায় ভুলিয়ে তার হৃদয়-মন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন