বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

বু ক ক র্ণা র রাত বারোটার পর

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সতর্কতা প্রয়োজন

‘রাত বারোটার পর’ একটি উপন্যাস, লিখেছেন ছড়াকার সাহেদ বিপ্লব। গ্রন্থটি উৎর্সগ করা হয়েছে কয়েকজনকে। এদের বাংলা সাহিত্যের উজ্জ্বল প্রতিভা বলা হয়েছে। দীর্ঘ কয়েক যুগ সাহিত্যের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেও এসব লেখককে প্রতিভা মনে হয়নি। তবে কেন এটা করা হলো? লেখকই ভালো বলতে পারবেন। সাহিত্যচর্চার আরও সর্তকথার প্রয়োজন। সাদামাঠা পাঠকদের ওপন্যাসটি ভালো লাগতে পারে। কারণ, এতে কোনো শক্ত ব্যাক্য-শব্দ নেই। উপন্যাসের ৪৭ পাতায় রয়েছে :
“একটা গাছের নিচে এসে দাঁড়িয়ে ভাবলো, এই জীবন রেখে কি হবে? যা ছিল সব তো হারিয়ে ফেলেছি, এখন স্বামীর ঘরে নিয়ে যাওয়ার মতো কিছু নেই তার কাছে,”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন