শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

মার্কিন সাহায্য ছাড়া আফগান সরকার ও সেনাবাহিনীতে ধস নামবে : আশরাফ

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা না করলে আফগানিস্তানের সেনাবাহিনীতে ধস নামবে। মার্কিন সহায়তা ছাড়া তারা ছয় মাসের বেশি টিকতে পারবে না। একই পরিণতি বরণ করতে হবে আফগান সরকারকেও। সিবিএস টেলিভিশনের সিবিএস ৬০ মিনিটস অনুষ্ঠানে এসব কথা বলেন আফগান প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে আফগান প্রেসিডেন্ট স্বীকার করেন তার সরকার প্রায় পুরোপুরিভাবেই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন। তিনি বলেন, এ যুদ্ধে জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন। কোনও দেশে যুক্তরাষ্ট্রের এটিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে পরিচালিত যুদ্ধ। ১৬ বছর ধরে চলমান এ লড়াইয়ে আফগান সরকার এখনও বলছে মার্কিন সমর্থন ছাড়া তারা টিকতে পারবে না। আশরাফ ঘানির কাছে সিবিএসের প্রশ্ন ছিল, আফগান জনগণের কাছ থেকে আপনি কী শুনতে পাচ্ছেন? উত্তরে তিনি বলেন, মানুষ বলছে, যুক্তরাষ্ট্র সরে গেলে তিন দিনের মধ্যেই আপনার সরকারের পতন ঘটবে। তিনি বলেন, মার্কিন সাহায্য ও সক্ষমতা ছাড়া আমরা ছয় মাসও সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে পারবো না। “কাবুল আন্ডার সিজ হোয়াইল আমেরিকা’স লঙ্গেস্ট ওয়ার রেজেস অন” শিরোনামে সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়, ১৬ বছরের আফগান যুদ্ধে দুই হাজার ৪০০ মার্কিন নাগরিক জীবন দিয়েছে। আর এ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার। দৃশ্যত এটা শেষ হতে আরও বহু সময় লাগবে। সঞ্চালক লারা লোগান আশরাফ ঘানিকে প্রশ্ন করেন, আপনি কি এটা বলছেন যে, মার্কিন সহায়তা ছাড়া আপনার সেনাবাহিনী ছয় মাসও টিকবে না? উত্তরে আফগান প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ। কারণ আমাদের কাছে অর্থ নেই। আশরাফ ঘানি বলেন, এখানে আত্মঘাতী বোমারু বানানোর কারখানা রযেছে। আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি। আপনি যদি রাজধানীকেই সুরক্ষিত করতে না পারেন; তাহলে পুরো দেশকে কিভাবে সুরক্ষিত করবেন? এমন প্রশ্নের উত্তরে আশরাফ ঘানি বলেন, আপনিই বলুন। আপনি কি নিউ ইয়র্ক বা লন্ডনে হামলা ঠেকাতে পারবেন? ডন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন