শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সবচেয়ে বেশী বয়সী অলিম্পিক পদকজয়ী জিমন্যাস্ট কার্লার মৃত্যু

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : সবচেয়ে বেশী বয়সী অলিম্পিক পদকজয়ী ইতালিয়ান জিমন্যাস্ট কার্লা মারানগোনি মারা গেছেন। ইতালিয়ান অলিম্পিক কমিটি (সিওএনআই) এই তথ্য নিশ্চিত করেছে। ১০২ বছর বয়সে মৃত্যুবরণকারী কার্লা ১৯২৮ সালে অলিম্পিকে টিম জিমন্যাস্টিক্সে রৌপ্য পদক জিতেছিলেন। পাভিয়ার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন বলে ইতালিয়ান গণমাধ্যম নিশ্চিত করেছ। এ্যামাস্টারডামে আয়োজিত ঐ অলিম্পিকে অংশগ্রহণকারী একমাত্র ক্রীড়াবিদ হিসেবে কার্লা এতদিন বেঁচে ছিলেন।
সিওএনআই’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতালিয়ান ক্রীড়া ও অলিম্পিক মুভমেন্টের ইতিহাসে কার্লা সবসময়ই স্মরণীয় হয়ে থাকবেন।’ ইতালির হয়ে মাত্র ১২ বছর বয়সে কার্লা অলিম্পিকে অংশ নিয়েছিলেন। আধুনিক গেমসে এটাই ছিল ইতালির নারীদের প্রথম কোন পদক জয়।
কোলম্যানের বিশ^ রেকর্ড
স্পোর্টস ডেস্ক : ৬০ মিটার ইনডোর প্রতিযোগিতায় বিশ^ রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ১০০ মিটার বিশ^ আসরে রৌপ্য পদক জয়ী তারকা ক্রিস্টিয়ান কোলম্যান। দক্ষিণ ক্যারোলিনার ক্লেমসনে অনুষ্ঠিত এই মিটে ৬.৩৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে কোলম্যান এই বিশ^ রেকর্ড গড়েন। এর আগে এই ইভেন্টে ১৯৯৮ সালে ৬.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করে কোলম্যানের যুক্তরাষ্ট্রের সতীর্থ মরিস গ্রিন রেকর্ড ধরে রেখেছিলেন। যদিও কোলম্যানের নতুন এই রেকর্ড এখন বিশ^ এ্যাথলেটিক্সের নিয়ন্ত্রন সংস্থা আইএএএফ’র যাচাই বাছাইয়ের পরেই রেকর্ড বইয়ে আনুষ্ঠানিক অনুমোদন পাবে।
২১ বছর বয়সী কোলম্যানের এটাই মৌসুমের প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ। ফাইনালের আগে হিটে তিনি সময় নিয়েছিলেন ৬.৪৭ সেকেন্ড। এর আগে গত বছর ইউএস ইনডোর চ্যাম্পিয়নশীপে তার সেরা টাইমিং ছিল ৬.৪৫ সেকেন্ড। এরপর ২০১৭ সালে ইউএস কলেজিয়েট চ্যাম্পিয়নশীপে ১০০ মিটারে তিনি ৯.৮২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন যা এই ইভেন্টে তার দ্রæততম টাইমিং।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের অন্যতম সেরা এ্যাথলেট হিসেবে বিবেচিত কোলম্যান গত বছর লন্ডনে বিশ^ চ্যাম্পিয়নশীপে জাস্টিন গ্যাটলিনের পরে ও গতি মানব উসাইন বোল্টের আগে থেকে ১০০ মিটারে রৌপ্য পদক জয় করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন