সিলেট ব্যুরো : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ না করাটা ছিলো বিরাট একটি রাজনৈতিক ভুল। যার মাশুল এখনো গুণতে হচ্ছে দলটিকে। বিএনপির নতুন করে সংলাপের প্রস্তাবকে মন্ত্রী ‘ নির্বোধের প্রলাপ’ বলে মন্তব্য করেন। মন্ত্রী শনিবার বিকেলে নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে আওয়ামীলীগ আয়োজিত বিশেষ প্রতিনিধি সভায় এ কথা বলেন। মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন