ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মরহুম মেয়র আনিসুল হক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরীফুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুপুর ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
শরীফুল হক ৫ সন্তানের মধ্যে ২ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
তার বড় ছেলে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গত বছরের ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেন।
আজ সকালে সেনাপ্রধানের পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্মকর্তা ইমদাদুল হক।
তিনি বলেন, শরীফুল হকের লাশ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিম ঘরে রাখা হয়েছে। চিকিৎসকরা সকাল সোয়া ১১ টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন