শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

রোনালদোর পেনাল্টি হতাশা

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি ব্যর্থতার দরুণ অখ্যত বুলগেরিয়ার কাছে ঘরের মাঠে হেরেছে পর্তুগাল। মৌসুমে এটি ছিল রিয়াল মাদ্রিদ তারকার চতুর্থ পেনাল্টি মিসের ঘটনা। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে গত পরশু বুলগেরিয়ার একমাত্র জয়সূচক গোলটি করেন অভিষিক্ত মার্সেলিনিয়ো। একই দিনে নেদারর‌্যান্ডস-ফ্রান্সের মধ্যকার ৫ গোলের ম্যাচে নাটকীয় জয় পায় ফ্রান্স। আর্মস্টারডামে ম্যাচের ১৪তম মিনিটে খেলা বন্ধ করে প্রায়াত ডাচ ফুটবল গ্রেট ইয়োহান ক্রুইফের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। সাবেক আয়াক্স ও বার্সা তারকা ক্যান্সারের কাছে পরাজিত হয়ে গত বৃহস্পতিবার পরলোক গমন করেন। ১৪ নম্বর জার্সি গায় দিয়েই মাঠে নামতেন আধুনিক ফুটবলের নায়ক। এর আগে ম্যাচের শুরুতে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ক্রুইফের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়ানোর আগেই অ্যান্টনি গ্রিজম্যান ও অলিভার জিরুডের গোলে পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। প্রিয় তারকার শোকও এদিন শক্তিতে পরিণত করতে পারেনি ইউরোর মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়া ডাচদের। তবে দ্বিতীয়ার্ধে নাইজেল ডি ইয়াং (৪৭) ও ইব্রাহিম অফেলাইয়ের (৮৬) গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু এরপর এগিয়ে যেতে ফরাসিরা সময় মাত্র এক মিনিট। মাইতুদির (৮৭) গোলে শেষ হাসি হাসে সফরকারীরাই। একইদিনে লাক্সেমবার্গকে ৩-০ গোলে হারায় বসনিয়া ও হার্জেগোভিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে রিপাবলিক অব আয়ারল্যান্ড জয় পায় ১-০ গোলের। আর লাটভিয়া ও সেøাভাকিয়া এবং আর্মেনিয়া ও বেলারুশের মধ্যকার ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন