শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লারাকে ছাড়িয়ে কোহলি

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের পাতায় একের পর এক পরিবর্তন আনছেন বিরাট কোহলি। তারই অংশ হিসেবে এবার ভারত অধিীয়নায়ক আইসিসি টেস্ট র‌্যাঙ্কিয়ে ব্যাটসম্যানদের তালিকায় রেটিং অর্জনের দিক দিয়ে টপকে গেলেন ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে। ক্রিকেট ক্যারিয়ারে ৯১১ রেটিং ছিলো লারার। কোহলির বর্তমান রেটিং ৯১২।
সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৮৬ রান করেন কোহলি। যা থেকে তার ঝুলিতে জমা পড়ে ১২ রেটিং পয়েন্ট। আর এতেই উইন্ডিজ কিংবদন্তিকে টপকে যান কোহলি। এবার তার সামনে সুযোগ স্বদেশি কিংবদন্তি ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার। সেটা অবশ্য তার নাগালের মধ্যেই আছে। বর্তমান যে ফর্ম তাতে মাত্র ৪ রেটিং অর্জন তো তার কাছে মামুলিই মনে হতে পারে।
অবশ্য টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবোচ্চ রেটিং-এ ২৬তম স্থানে রয়েছেন কোহলি। ৯৬১ রেটিং নিয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় ডন ব্র্যাডম্যান। ৯৪৭ রেটিং নিয়ে বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ৮৮১ রেটিং নিয়ে তালিকার তৃতীয়স্থানে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
আইসিসি সেরা ১০ টেস্ট ব্যাটসম্যান
র‌্যাঙ্কিং খেলোয়াড় রেটিং
১ স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) ৯৪৭
২ বিরাট কোহলি (ভারত) ৯১২
৩ জো রুট (ইংল্যান্ড) ৮৮১
৪ কেন উইলিয়ামসন (ইংল্যান্ড) ৮৫৫
৫ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৮২৭
৬ চেতশ্বর পূজারা (ভারত) ৮১০
৭ হাশিম আমলা (দ. আফ্রিকা) ৭৭১
৮ আজহার আলী (পাকিস্তান) ৭৫৫
৯ দিনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা) ৭৪৩
১০ অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) ৭৪২া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন