শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

আফগানিস্তানের ৭০ শতাংশ তালেবানের দখলে

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের ৭০ শতাংশ এলাকায় তালেবানের সরব উপস্থিতি রয়েছে; যার মধ্যে চার শতাংশ এলাকা সম্পূর্ণ তাদেরই নিয়ন্ত্রণে, বাকি ৬৬ শতাংশেও এ গোষ্ঠীটি বেশ সক্রিয় বলে বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার সহিংসতা কবলিত দেশটির সবকটি জেলার ১,২০০ বাসিন্দার সঙ্গে কথা বলে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার ওই গবেষণার তথ্য প্রকাশ করে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। বিবিসির অনুসন্ধানে আফগানিস্তানে তালেবানের সক্রিয়তার যে হার দেখানো হয়েছে তা গত বছর নেটো নেতৃত্বাধীন জোটের ধারণাপত্রে দেওয়া হারের চেয়েও বেশি। গত বছরের অক্টোবরে প্রকাশিত ওই ধারণাপত্রের বরাতে মঙ্গলবারও নেটো নেতৃত্বাধীন জোট আফগানিস্তানের ৪৪ শতাংশ অংশে তালেবানের নিয়ন্ত্রণে বা তাদের উপস্থিতি আছে বলে জানিয়েছে। তালেবানের বিরুদ্ধে ১৬ বছর ধরে যুদ্ধ চালিয়েও তাদের দুর্বল করতে পারেনি মার্কিন বাহিনী। গত ২১ জানুয়ারি কাবুলের হোটেল ইন্টারকন্টিনেন্টালে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ ২০ জনের বেশি মানুষকে হত্যার সপ্তাহখানেকের মধ্যেই শহরটির কেন্দ্রস্থলে অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে শতাধিক লোককে হত্যা করে বিদ্রোহী জঙ্গিগোষ্ঠীটি। এসব হামলার পর তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর মোকাবেলায় আফগান বাহিনীকে শক্তিশালী করতে ট্রাম্প প্রশাসনের গৃহীত নতুন আগ্রাসী কৌশলপত্র নিয়েও সমালোচনা চলছে। বিবিসির গবেষণায় আফগানিস্তানে ৩৯৯টি জেলা থাকার কথা বলা হলেও নেটো নেতৃত্বাধীন জোটের ভাষ্যমতে দেশটিতে জেলার সংখ্যা ৪০৭। দুই পক্ষের তথ্যে কেন এত গরমিল তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটির ভাষ্যমতে আফগানিস্তানের আশরাফ গনি সরকার দেশটির ৩০ শতাংশ এলাকা অর্থাৎ ১২২টি জেলার নিয়ন্ত্রণ রাখলেও সেগুলো তালেবান হামলা থেকে মুক্ত নয় বলে সতর্ক করেছে। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ইশিতা ১ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৩৪ এএম says : 0
মধ্যপ্রাচ্যে কী আর কখনো শান্তি আসবে না ?
Total Reply(0)
Mahmud Arif ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:১৬ পিএম says : 0
Alhamdulilah
Total Reply(0)
মোল্লা নাজিম ২১ মে, ২০২০, ১২:৩৫ পিএম says : 0
Alhamdulillah
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন