গাজীপুরের শ্রীপুরে মাওনা ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়ার পর বাসা চাপায় এক কিশোর নিহত হয়েছেন। তার পরিচায় পাওয়া যায়নি। বুধবার রাত ১০টার দিকে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ছেলেটির বয়স আনুমানিক ১২-১৩ বছর। ওই কিশোর ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েছে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই কিশোরের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন