গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে বাস চাপায় সিরাজ খান (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সিরাজ খান কোটালীপাড়া উপজেলার পবনারপাড় গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বিকেলে সিরাজ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি কাজুলিয়া এলাকায় পৌঁছলে গোপালগঞ্জগামী একটি বাসের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা, বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন