স্পোর্টস রিপোর্টার : ‘একটা সময় বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট খেলেছি। কিন্তু এই দলে কারা খেলছেন তা নিয়ে আমার তেমন আগ্রহ থাকত না। কার্ডিফে বাংলাদেশের কাছে হারার পর আশরাফুলকে ভালোভাবে চিনলাম। এরপর সাকিবকে। এখন আর খেলছি না, তারপরও আমাকে জিজ্ঞাসা করুন বাংলাদেশে কারা খেলছে- এক নিঃশ্বাসে সবার নাম বলে দিতে পারবো।’ কথাগুলো আর কারো নয়, গোটা ক্রিকেট বিশ্ব তাকে এক নামে চেনে, গতির রাজা অস্ট্রেলিয়ার সাবেক তারকা বোলার ব্রেট লি। একটু দম নিয়ে আবারও শুরু ব্ংালাদেশ বন্দনা, ‘এক সময়ে বাংলাদেশ জিতলে অঘটন বলা হতো। এখন সময়টা বাংলাদেশেরই বলতে হবে। ওয়ানডে, টেস্ট ও টি-২০ সব ক্যাটাগরিতে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ক্রিকেটে বাংলাদেশ এত এগিয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। অস্বীকার করব না, এক সময় বাংলাদেশকে নিয়ে আমিও তুচ্ছতাচ্ছিল্য করেছি। সেটা যে কতটা ভুল ছিল তা প্রমাণ পাচ্ছি।’ কারণ হিসেবে কিংবদন্তি এই পেসার যা বললেন তাতে অস্ট্রেলিয়ার বাংরাদেশে না আসবার কারণটাও কি যথেষ্ট নয়? যোগ্য করা কথাগুলো ছিলো, ‘যোগ্য নেতৃত্ব, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব কিছুতেই বাংলাদেশ এখন অসাধারণ। হয়তো এখনো দেশটি বড় কোনো ট্রফি জিততে পারেনি। কিন্তু আমার বিচারে ক্রিকেটে বর্তমানে সবচেয়ে ব্যালেন্সড দল বাংলাদেশই। তামীম, সৌম্য, মাহমুদুল্লাহ, সাব্বিরের ব্যাটিং, সাকিবের অলরাউন্ড নৈপুণ্য, আল-আমিন, মুস্তাফিজের বোলিং- এ যেন স্বপ্নের এক দল। এবার টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে ম্যাচ হারলেও বাংলাদেশের নৈপুণ্য দেখে অভিভূত হয়েছি। বিগ স্কোর গড়েও স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। আর ভারতের কাছে হারটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। ৩ বলে ২ রান এ অবস্থায় বাংলাদেশ ম্যাচ জিতবে শতভাগ ক্রিকেটপ্রেমীই নিশ্চিত ছিলেন। ভুল তো ছিলই, আমি বলব ধোনির দক্ষ ক্যাপ্টেনসি বাংলাদেশকে জিততে দেয়নি। যাক ক্রিকেটে এমন হতেই পারে। বাংলাদেশ আমার মন জয় করেছে।’ তাপরই নিজের জগত থেকে একটু ঘুরে এসে চোখ রাখলেন বাংরাদেশের পেস বিস্ময় মুস্তাফিজের দিকেই। জানালেন তার অনুভুতি, ‘মুস্তাফিজের বোলিং প্রসঙ্গে বলব, এ মুহূর্তে আমি তাকে বিশ্বের সেরা বোলারই বলবো। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশই হবে টপ ফেবারিট দল।’
শুধু ব্রেট লিই কেন মুস্তাফিজের এই কীর্তিতে সাবেক ক্রিকেটাররা মুগ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মুস্তাফিজ-বন্দনা। ভিভিএস ল²ণ যেমন টুইট করেছেন, ‘মুস্তাফিজ প্রতিনিয়ত মুগ্ধ করেই যাচ্ছে। দারুণ নিয়ন্ত্রণ ও বৈচিত্র্য আছে তার। আর কী বলার আছে?’ মুগ্ধ সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলেও, ‘খুবই ভালো লাগছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের একজন তরুণ তার জাদু দেখাচ্ছে।’ আরেক সাবেক ও এখন বিশ্লেষক আকাশ চোপড়াও মুগ্ধ, ‘মুস্তাফিজ আসলেই টি-টোয়েন্টির তারা, বিশেষ করে ¯øথ পিচে। কল্পনা করুন তো, সে, নেহরা ও বুমরা আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলছে!’ আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদে আছেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইট। তিনিও মুগ্ধ মুস্তাফিজে, ‘দুর্দান্ত এক প্রতিভা সে। এমনকি টিভিতেও ওর ¯েøা বল পড়তে পারা কঠিন!’ আইপিএলের পর মুস্তাফিজের খেলার কথা ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে। সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন সেটি মনে করিয়ে দিলেন, ‘দারুণ একজনকে পেয়েছে সাসেক্স, মুস্তাফিজ আসলে অসাধারণ একজন বোলার।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন