শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৩২ ঘণ্টা পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিদ্যুৎ!

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের সব বৃহৎ ও প্রধান ক্রীড়া স্থাপনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা দীর্ঘ ৩২ ঘণ্টা অন্ধকারে ছিলো। বিদ্যুৎ সরবরাহ না থাকায় শনিবার সকাল দশটার পর থেকে এই এলাকায় অন্ধকার নেমে আসে। অবশেষে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ঝলমলিয়ে উঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স এলাকা। এই সময় ডিপিডিসির কর্মকর্তারা এসে বিদ্যুৎ সংযোগ মেরামত করে দিলে আলোয় ঝলমলিয়ে উঠে দেশের প্রধান ক্রীড়া স্থাপনা এলাকা। শনিবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সকাল ১০টায় তিনি চলে যাওয়ার ঠিক পূর্ব মূহুর্তে এখানকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কাল বিকেলে বিদ্যুতের সরবরাহ বক্সে নতুন সার্কিট পুনঃস্থাপন করে ডিপিডিসিতে বিদ্যুৎ সংযোগের আবেদন পত্র পাঠানোর পর সন্ধ্যা সাড়ে ছয়টায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বলে জানান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন