শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্বাধীনতা দিবসের খেলাধুলা শরীর গঠন

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শুরু হয়েছে ওয়ালটন স্বাধীনতা দিবস পুরুষ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা। আসরের ছয়টি ওজন শ্রেণীতে প্রায় দুইশ’ বডিবিল্ডার অংশ নিচ্ছেন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের সভাকক্ষে তিনদিন ব্যাপী প্রতিযোগিতা শুরু হয় দৈহিক ওজন গ্রহনের মধ্য দিয়ে। এবারের প্রতিযোগিতায় ওজন শ্রেনীগুলো হলো- ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০+ কেজি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, ওয়ালটনের প্রথম সিনিয়র অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
কাবাডি
স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি শুরু হয়েছে গতকাল। এদিন ঢাকা কাবাডি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ২২-১৮ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারায়। দিনের অপর ম্যাচে বিজিবি ২৮-১২ পয়েন্টে হারায় পুলিশকে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিজামউদ্দিন চৌধুরী পারভেজ ও সদস্য সচিব এএনএম মাহফুজ খান উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন