গাড়ির সামনের সিটে বসেই সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সকাল সোয়া নয়টায় গুলশানের ‘ফিরোজা’র বাসা থেকে সাদা নিশান পাজারো জীপের সামনের সিটে বসা ছিলেন অফ ওয়াইট শাড়ি ও শাল পরিহিত বিএনপি চেয়ারপারসন।
সাধারণত খালেদা জিয়া গাড়ির দ্বিতীয় সারিতে বসেন। আর সব সময় সামনের সিটে বসতেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এবার তার ব্যতিক্রম ঘটেছে।
গুলশান থেকে যাত্রা শুরুর সময়ে খালেদা জিয়া বিভিন্ন স্থানে ফুটপাতের দাঁড়ানো পথচারীদের অভিনন্দনের জবাবও দিচ্ছেন হাত নেড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন