শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

আপিল করতে বলেছেন ম্যাডাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৩১ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচবছরের দণ্ড পাওয়ার পর আইনজীবীদের আপিলের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীবাজারে বিশেষ আদালতের বাইরে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ কথা জানান।
তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আমাদের আপিল করার নির্দেশ দিয়েছেন। রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন জমা দিয়েছি। ওটা হাতে পেলেই আমরা আপিল করবো।
ব্যারিস্টার মাহবুব বলেন, ‘এটা একটা ফলসকেস, ফলস অ্যাভিডেন্স। আমরা আশা করছি উচ্চ আদালতে ন্যায়বিচার পাবো।’
এর আগে অর্থ আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদণ্ড দেন বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে স্থাপিত আদালতের ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান। পাশাপাশি তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন