বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্যার ও ম্যাডাম সম্বোধন নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ভারতের কেরালা রাজ্যের পালাক্কাদ জেলার মথুর গ্রাম পঞ্চায়েত ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। স্যার এবং ম্যাডাম শব্দ সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ করেছে তারা। ভারতে প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছে বলে দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার পঞ্চায়েত কাউন্সিলের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিয়ে বিকল্প হিসেবে সম্বোধনে কী ব্যবহার করা যায়, তা নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত সিদ্ধান্তে আসে যে, ‹স্যার› এবং ‹ম্যাডাম› শব্দ দুটি উপনিবেশ আমলের নিয়মের মধ্যে পড়ে। মথুর পঞ্চায়েতের ভাইস—প্রেসিডেন্ট পি. আর. প্রসাদ বলেন, ব্রিটিশদের থেকে স্বাধীনতালাভেরও ৭৫ বছর পেরিয়ে গেছে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণের আধিপত্য দেখানোর সময় এসেছে। বিভিন্ন কারণে মথুর পঞ্চায়েত অফিসে যাওয়া লোকদের আর সেখানকার কর্মকর্তাদের ‹স্যার› বা ‹ম্যাডাম› বলতে হবে না। এর বদলে তাদের পদবি বা নাম ধরে সম্বোধন করা যাবে। এখন থেকে পঞ্চায়েতের সকল কর্মকর্তা—কর্মচারী নিজেদের টেবিলে নাম প্রদর্শন করবে। দ্য হিন্দু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন