শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘ম্যাডাম ওয়েব’ ফিল্মে তাহার রাহিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০৫ এএম

ওয়েব সিরিজ ‘দ্য সারপেন্ট’-এ চার্লস শোভরাজের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন ফরাসী অভিনেতা তাহার রাহিম। এবার তাকে দেখা যাবে ডেকোটা জনসনের সঙ্গে সোনির স্পাইডার-ম্যান ইউনিভার্সের অন্তর্ভুক্ত ‘ম্যাডাম ওয়েব’ ফিল্মে।
কাস্ট তালিকায় আরও যুক্ত হয়েছেন সিডনি সুইনি, সেলেস্টে ও’কনর এবং ইসাবেলা মার্সিড। ম্যাট সাজামা এবং বার্ক শার্পলেসের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করবেন এস. জে. ক্লার্ক। কমিক্সে এটি এক বৃদ্ধার কাহিনী যে মায়াস্থেনিয়া গ্র্যাভিসে আক্রান্ত। তাকে লাইফ সাপোর্টিং সিস্টেমের সহায়তার বেঁচে থাকতে হয়, এই জীবনরক্ষাকারী যন্ত্রপাতিকে তাকে ঘিরে এক মাকড়শার জালের মত দেখা যায়। আর সে হয়ে ওঠে ম্যাডাম ওয়েব। বয়সের কারণে সে সরাসরি দুষ্ট লোকদের মোকাবেলা করে না। তার রয়েছে সাইকি ক্ষমতা। সংবাদ মাধ্যম জানিয়েছে এটি ড. স্ট্রেঞ্জের মত সিরিজ হয়ে উঠতে পারে। রাহিমের ভূমিকা আপাতত গোপনে রাখা হয়েছে। সোনির সাম্প্রতিক ফিল্ম ‘ভেনম : লেট দেয়ার বি কার্নেজ’ ৫০০ মিলিয়ন ডলার আয় করেছে এবং ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ আয় করেছে ১.৮৫ বিলিয়ন ডলার (২০২১-এর সর্বোচ্চ)। য়োয়াকিন ফিনিক্সের অভিনয়ে রিডলি স্কটের পরিচালিত ‘নেপোলিয়ন’-এর কাজ শেষ করেছেন রাহিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন