সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ওয়াইপিজিকে মার্কিন সহায়তা তুরস্কের সিদ্ধান্তে প্রভাব ফেলবে : এরদোগান

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর সিরিয়ায় কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের জন্য মার্কিন সমর্থনের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, গ্রæপটিকে অর্থায়নের জন্য ওয়াশিংটনের পদক্ষেপ আঙ্কারার ভবিষ্যতের সিদ্ধান্তে ন্যাটোর এই মিত্রকে প্রভাবিত করবে। আঙ্কায়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এরদোগান যুক্তরাষ্ট্রকে এই হুমকি দেন। এরদোগান বলেন, ‘ওয়াইপিজিকে আর্থিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ভবিষ্যতে তুরস্কের সিদ্ধান্তকে নিশ্চিতভাবেই প্রভাবিত করবে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আজকে যে সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে, তা থেকে তাদের সরে আসাটা তাদের জন্য ভাল হবে। আমি যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে বলছি- সন্ত্রাসীদের জন্য এই অর্থ মার্কিন বাজেটের বাইরে থেকে আসছে। এটা সম্পূর্ণই জনগণের পকেট থেকে কাটা হচ্ছে।’ এরদোগানের এই মন্তব্য ছিল পেন্টাগনের নতুন প্রতিরক্ষা বাজেটের একটি প্রতিক্রিয়া। নতুন এই বাজেটে সিরিয়ায় সামরিক কর্মকাÐের জন্য ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। বাজেটর একটি কপির তথ্যানুযায়ী, মার্কিন প্রতিরক্ষা বিভাগ সিরিয়ায় প্রশিক্ষণ ও সজ্জিতকরণ কার্যক্রমের জন্য ৩০০ মিলিয়ন ডলার এবং আইএস মিশন সম্পর্কিত সীমান্ত নিরাপত্তা প্রয়োজনীয়তার জন্য ২৫০ ডলারের জন্য অনুরোধ করে। তুরস্ক তার সীমান্ত থেকে ওয়াইপিজি যোদ্ধাদের নির্মূল করতে গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ায় কুর্দি অধ্যূষিত আফরিন অঞ্চলে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ নামে সামরিক অভিযান পরিচালনা করছে। শীর্ষস্থানীয় তুর্কি কর্মকর্তারা তাদের এই সামরিক অভিযান সিরিয়ার আরেক শহর ম্যানবিজের দিকে সম্প্রসারণের হুমকি দিয়েছে। একই সঙ্গে সেখানে অবস্থানরত মার্কিন সৈন্যদের সরিয়ে নেয়ার জন্যও তুর্কি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিল।শহরটি ওয়াইপিজির নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)-এর নিয়ন্ত্রণাধীন। আল জাজিরা, আহবাল ডটকম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন