শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জয়ে শেষ করল শ্রীলংকার মেয়েরা

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মুখোমুখি লড়াইয়ে ৫-২ এ এগিয়ে ফেভারিট স্টিকার নিয়েই অবতীর্ণ হয়েছিল দ. আফ্রিকার মেয়েরা। টি-২০ বিশ্বকাপে ইতোপূর্বে একমাত্র লড়াইয়েও জয়টি ছিল তাদের। তবে নিয়ম রক্ষার ম্যাচে শেষ হাসি হাসতে পারেনি দ. আফ্রিকার মেয়েরা। বেঙ্গালুরুর ব্যাটিং ফ্রেন্ডলি পিচে মাত্র ১১৫ চেজ করতে এসে উল্টো ১০ রানে হেরে টি-২০ বিশ্বকাপ শেষ করলো দ. আফ্রিকা নারী দল। অধিনায়ক জয়ানগানির ক্যারিয়ার সেরা ইনিংসে (৫২) ভর করে ১১৪/৭ পুঁজিকেই জয়ে পরিণত করে আসর শেষ করেছে শ্রীলংকার মেয়েরা। আয়ারল্যান্ডের পর দ. আফ্রিকাকে হারিয়ে ২ জয়ে দ. আফ্রিকাকে টপকে আসরটি শেষ করেছে লংকার মেয়েরা। এক এন্ড আগলে রেখে জয়ানগানি দলকে টেনে নিয়েছেন অনেকটা পথ। টি-২০ বিশ্বকাপ তো দূরের কথা, আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ার ইতোপূর্বে ছিল না কোন ফিফটি লংকান নারী দলের অধিনায়কের। গতকালই সে আক্ষেপটা ঘুঁচিয়েছেন ৫৩তম ম্যাচে এসে। ৫ চার, ১ ছক্কায় করেছেন এই লংকান নারী ক্রিকেটার ৫২ রান। তার এমন পারফরমেন্সের পাশে বাঁ-হাতি স্পিনার কুমারির বোলিংটাও (২/২৪) ম্যাচ জয়ে সহায়ক হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন