শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতিসহ ১০ পদে বিজয়ী

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশাল আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতিসহ ১০টি পদেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে বর্তমান সভাপতি এ্যাড. সৈয়দ ওবায়দুল্লাহ সাজু ৩৯১ ভোট পেয়ে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ পেয়েছেন ৩২২ ভোট। অপরদিকে সাধারন সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাড. এস. এম. সাদিকুর রহমান লিংকন ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লিংকনের নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. দেলোয়ার হোসেন দিলু ৩৪১ ভোট পেয়ে ৩২ ভোটে পরাজিত হয়েছেন। এ ছাড়া অর্থ সম্পাদক পদে উজ্জল কুমার রায়ের কাছে পরাজিত হয়েছেন শাহানুর খানম। উজ্জল পেয়েছেন ৩৬৪ ভোট প্রতিদ্বন্ধি প্রার্থী শাহনুর খানম পেয়েছেন ৩৫৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে আতিকুর রহমান জুয়েল ৩৪৭ ও অপর প্রার্থী ফাহাদ এম এ বাসার ৩৯৩ ভোট পেয়ে একই দলের দু’জন নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ আমজাদ হোসাইন ২৯৮ ভোট ও বিউটি সুলতানা ২৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৪ জনই বিজয়ী হয়েছেন। এরা হচ্ছেন আব্দুল ওয়াদুদ হাওলাদার ৪২১ ভোট, মোঃ হুমায়ুন কবির খান-(৩) ৩৯৪ ভোট, মুহাম্মদ আরিফুর রহমান (আরিফ) ৪১৫ ভোট ও ইমতিয়াজ আহমেদ ৪৬৮ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮৩৪ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র প্যানেলের ব্যানারে নির্বাচনের আয়োজন করা হলেও নির্বাচন হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মধ্য্ইে। ভোট গননাশেষে গতকাল শুক্রবার রাত ৪ টায় নির্বাচন উপ-পরিষদের আহবায়ক এ্যাড. মহসিন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Bellal Hossain ৫ সেপ্টেম্বর, ২০২১, ২:৫৪ পিএম says : 0
আমি অত্র কমিটির সদস্য হতে চাই
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন