রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আছাদুর রহমান আজিজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আজিজ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সামিজ উদ্দিনের ছেলে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, প্রগতি সরণির কোকাকোলা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি বাস আজিজকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই সালাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন