স্টাফ রিপোর্টার : মহিলা মজলিস ঢাকা মহানগরীর সদস্যা সচিব মিসেস সুরাইয়া খন্দকার সুমির পিতা মোঃ কামাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার ভোরে উত্তরার আজমপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে নাতি নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। বাদ যোহর উত্তরা ৪নং সেক্টরের বটতলা ঈদগাহে জানাজা শেষে উত্তরা ৪নং সেক্টরস্থ কবরস্থানে দাফন করা হয়। মরহুম মোঃ কামাল উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ও যুগ্ন মহাসচিব শেখ গোলাম আসগর। নেতৃদ্বয় মরহুম মোঃ কামাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন