শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাবেয়া-রোকাইয়ার জোড়া মাথা পৃথকের প্রথম ধাপ সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৩২ পিএম

পাবনায় জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া দুই বোন রাবেয়া-রোকাইয়ার চিকিৎসা শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার অস্ত্রোপচারের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ মূলত দুই শিশুর মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিষয়টি পরীক্ষা করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাদের আলাদা করার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বছরখানেক সময় লাগবে। এটি অনেক জটিল প্রক্রিয়া। অনেক কিছুই হতে পারে; সর্বোচ্চ সতর্কতা দিয়ে প্রত্যেকটি ধাপ শেষ করার চেষ্টা থাকবে।

বিশ্বে এমন জটিল অপারেশনে সফলতার হার বেশি নয়। বিষয়টি মাথায় রেখেই সর্বোচ্চ সতর্কতা নিয়ে এগোচ্ছেন চিকিৎসকরা। হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২২ সদস্যের মেডিকেল বোর্ড অস্ত্রোপচার সম্পন্ন করবেন।

বিদেশি চিকিৎসকরা জানিয়েছেন, এমন অপারেশনে মৃত্যুঝুঁকি অনেক বেশি। এর পরও প্রধানমন্ত্রীর নির্দেশে রাবেয়া-রোকাইয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড সব ধরনের চেষ্টা করছে বলে জানান ডা. সামন্তলাল সেন। এর আগে ১৮ মাস বয়সী যমজ শিশুর মা গবেষণার জন্য হলেও তার সন্তানদের উন্নত চিকিৎসার আবেদন জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন