ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে পৃথক সেনা অভিযানে অন্তত ২৮ জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলায় আহত হয়েছেন আরো নয়জন। গত সোমবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের পাশতুন কোট জেলায় এক সেনা অভিযানে ১৬ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন। আফগান বিমান বাহিনী দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের গরমশির জেলায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে এতে ছয় জঙ্গি নিহত হয়। ঘাঁটিটিও ধ্বংস হয়ে গেছে। পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে একটি অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে তিন জন। এদিকে বালখ প্রদেশের চেমতাল জেলায় এক বিমান হামলায় তিন জঙ্গি নিহত হয়েছে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন