বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

নোনাজল

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পারভীন রেজা
‘নোনাজল’ কাব্যগ্রন্থটি কবি পারভীন রেজার লেখা। দীর্ঘদিন ধরে তিনি কাব্যচর্চার সঙ্গে যুক্ত। এবার বইমেলায় বের হয়েছে কবির ‘নোনাজল’। ১২৮ পৃষ্ঠার কাব্যগ্রন্থ। সূচিপত্রে যুক্ত হয়েছে ১২৮টি কবিতা। এক ধরনের শূন্যতা, এক ধরনের গভীর হাহাকার, মমত্ববোধ এবং দেশ প্রেমের ছাপচিত্র উজ্জ্বল হয়ে উঠেছে কোনো কোনো কবিতায়। এছাড়াও রয়েছে বিবিধ বিষয়ে কবিতা, ভাষা, ভঙ্গি, সহজ-সরল। সূচিপত্রের কবিতাগুলো হচ্ছেÑ তুমি বলে ছিলে, মহাশূন্য, মনের ডাহুক, একুশে ফেব্রæয়ারি, স্বাধীনতা আসে, অচেনা ফুল, আলোর মশাল, মানুষের ভূমিকা ইত্যাদি। কবিতাগুলো পাঠকদের ভালো লাগবে। ইতিপূর্বে ও তার একটি কাব্যগ্রন্থ বের হয়েছে। তার সাফল্য কামনা করি। ছাপা-বাঁধাই দৃষ্টি নন্দন।
প্রকাশ : ২০১৮
আপন প্রকাশ
৩২ কনকর্ড এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স
২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা।
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
মূল্য ২৫০ টাকা

গ্রন্থনা : আহমেদ খান

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন