শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাফুফে ভবন যেন নাট্যমঞ্চ!

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মঙ্গলবার মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে যাওয়া আট ফুটবলারকে নতুন মৌসুমে শেখ জামালেই খেলতে হবে। আর এ নিয়েই এখন উত্তপ্ত দেশের ফুটবল অঙ্গন। যে কারণে জরুরি সভায় বসতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী কমিটিকে। ক্লাব ছেড়ে যাওয়া ফুটবলারদের শেখ জামালে ফিরিয়ে দিতে মহামান্য আদালতের নির্দেশের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হবে? এরই সিদ্ধান্ত নিতে গতকাল বিকালে বাফুফে ভবনে চলছিল জরুরি সভা। এ সভা চলাকালীন সময়েই সেখানে হাজির হন শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান ও সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং ম্যানেজার আবদুল গাফ্ফার। তারা নিজেদের খেলোয়াড় ফেরত নিতে বাফুফে বরাবরে দরখাস্ত নিয়ে এসেছেন। তাদের বক্তব্য, বাফুফে যেন আদালতের রায় মেনে নিয়ে শেখ জামালের আট ফুটবলারকে ফেরত দেয়। তারা জানান, ওই আট ফুটবলারকে ফেরত পেলে শেখ জামাল স্বাধীনতা কাপ খেলবে। এদিকে বাফুফের জরুরি সভা আর অন্য দিকে ফুটবলার ফেরত চেয়ে দরখাস্ত। এমন অবস্থায় বাফুফে ভবন এখন যেন অনেকটা নাট্যমঞ্চই। প্রতিদিন নতুন নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে এখানে। আদালতের রায়ের প্রেক্ষিতে বাফুফে কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিষয়।
ক্লাব ছেড়ে যাওয়া আট ফুটবলারকে ফেরত পেতে মঙ্গলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মহামান্য হাইকোর্টে এক রিট পিটিশন দায়ের করে। যার ফলে ওইদিনই খেলোয়াড়দের ফেরত দিতে বাফুফেকে নির্দেশ দেন হাইকোর্ট। গতকাল চেম্বার জজের কাছে শেখ জামালের করা রিট পিটিশনের স্থগিতাদেশ চায় বাফুফে। কিন্তু চেম্বার জজ বাফুফের সেই আবেদনটি খারিজ করে দেন। সুত্র জানায় আগামী রোববার ফের শুনানি হবে। যে আট ফুটবলারকে নিয়ে এখন উত্তপ্ত ফুটবলাঙ্গ তারা হলেন-মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, শহীদুল আলম সোহেল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন