শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মামলা মাথায় সেমিতে ধোনি-কোহলি!

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামার আগে বিতর্কের মুখে পড়তে হলো মহেন্দ্র সিং ধোনির ভারতকে। ধোনি, কোহলিদের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছেন এক ব্যক্তি! হেলমেটে জাতীয় পতাকা ব্যবহার করাই এই মামলা করার মূল কারণ। ভারতীয় সমাজকর্মী ও চিত্র পরিচালক পি. উল্লাস এই মামলাটি করেন। তাঁর দাবি, ধোনি এবং কোহলি দুজনেই হেলমেটে জাতীয় পতাকা লাগিয়ে খেলেছেন। তাঁর মতে এইভাবে হেলমেটে জাতীয় পতাকা ব্যবহার করা অপমানজনক। শুধু তা-ই নয়, হেলমেটে জাতীয় পতাকা লাগিয়ে রাখা বেআইনি বলেও দাবি করেছেন তিনি। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন উল্লাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন