শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ইউরো বাছাই ও আন্তর্জাতিক ফুটবল অবশেষে গোলখরা কাটলো রোনালদোর

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ব্রাসেলসে আত্মঘাতী হামলার পর খেলতে নেমে প্রথম ম্যাচে হেরেছে বেলজিয়াম। আগামী ইউরোর প্রস্তুতি ম্যাচে রাতে পর্তুগালের কাছে বেলজিয়ামের হারটি ২-১ গোলের। সেদিন পেনাল্টিতেও গোল করতে ব্যর্থ হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা চার আন্তর্জাতিক ম্যাচে গোল না পাওযার পর সাফল্য পেলেন রিয়াল তারকা। আগের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি তিন বারের বর্ষসেরা এই খেলোয়াড়। ম্যাচটি পর্তুগাল হেরেছিল ১-০ গোলে।
নিরাপত্তার ঝুঁকিতে বেলজিয়াম থেকে ম্যাচটি পর্তুগালের লেইরিয়াতে সরিয়ে নেওয়া হয়।
গত ২২ মার্চে ব্রাসেলসে আত্মঘাতী হামলায় ক্ষতিগ্রস্তদের স্মরণে ম্যাচের আগে অনুশীলনের সময় বিশেষ টি-শার্ট পরেন রোনালদোরা। তাতে লেখা ছিল ‘সব ক্ষতিগ্রস্তদের স্মরণে’। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা পাশাপাশি দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন। ২০তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে বেলজিয়ামের আগুয়ান গোলরক্ষকে বাঁকানো শটে পরাস্ত করেন নানি। কুড়ি মিনিট পর গতিময় হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো। ৬২তম মিনিটে ভাই জর্ডান লুকাকুর ক্রসে হেড করে এক গোল শোধ করেন রোমেলু লুকাকু। তবে পরে আর সমতা ফেরানো গোলের দেখা পায়নি অতিথিরা।
এদিকে, প্যারিসের জাতীয় স্টেডিয়ামে সন্ত্রাসী হামলার পর হওয়া প্রথম ফুটবল ম্যাচে সহজ জয় পেয়েছে ফ্রান্স। প্রীতি ম্যাচে রাশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইউরো ২০১৬ এর স্বাগতিকরা। গতবছর নভেম্বরে প্যারিসের এই জাতীয় স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী ওই হামলায় প্রাণ হারান ১৩০ জন। গত মঙ্গলবার ছিল ফ্রান্সের দিমিত্রি পায়েত ও এনগুলু কাঁতের জন্মদিন। দু’জনেই গোল পেয়েছেন রাশিয়ার জালে। এর মধ্যে অষ্টম মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেওয়া গোলটি করেন কাঁতে। পায়েত লক্ষ্যভেদ করেন ৬৮তম মিনিটে। ফ্রান্সের বাকি দুই গোলদাতা আন্দ্রে পিয়েরে জিনিয়াক ও কিংসলে কোমান্দা। রাশিয়া দুটি গোলই পায় দ্বিতীয়ার্ধে। দলটির দুই গোলদাতা আলেক্সজান্ডার কোকোরিন ও ইউরি জিরকভ।
এছাড়া প্রীতি ম্যাচে জেমি ভার্ডির গোলে এগিয়ে গিয়েও ওয়েম্বলিতে নেদারল্যান্ডসের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। আগের ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও ইংল্যান্ডের কাছে হারের হতাশা কিছুটা হলেও জার্মানি ভুলেছে ইতালিকে উড়িয়ে দিয়ে। টনি ক্রুস, মারিও গোটসে, ইয়োনাস হেক্টর ও মেসুত ওজিলের গোলে ৪-১ ব্যবধানে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে ইংল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রীতি ম্যাচে মিউনিখে ইউরোপের আরেক পরাশক্তি ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জোয়াকিম লোর দল। এদিন রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ২৪তম মিনিটে টনি ক্রুস স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধের শেষে দিকে ব্যবধান বাড়ান মারিও গোটসে। ম্যাচের ৫৯তম মিনিটে লেফট-ব্যাক ইয়োনাস হেক্টরের গোলের পর ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে বড় জয় নিশ্চিত করেন মেসুত ওজিল। ম্যাচের শেষ দিকে আন্তোনিও কোন্তের দলকে সান্ত¡নার গোল এনে দেন স্তেফান এল শারাউই।
শেষ আট ম্যাচে প্রথমবার ইতালিকে হারাতে পারল জার্মানি। দুই দলের লড়াইয়ে শেষ বার জার্মানরা জিতেছিল প্রায় ২১ বছর আগে, ১৯৯৫ সালের ২১ জুন ২-০ গোলে। গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হারতে হয়েছিল জার্মানিকে। ইতালির বিপক্ষে এই জয়ে ইউরো ২০১৬ শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পাবে ব্রাজিল বিশ্বকাপ জয়ীরা। গত সপ্তাহে অন্য প্রীতি ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন