চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সী মোঃ মশিয়ার রহমান বলেছেন, সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই লক্ষ্যে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আইনজীবীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। গতকাল (সোমবার) বিচারাধীন মামলা দ্রæত নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে পুলিশ সুপার নুরেআলম মিনা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আলম, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, জেলা পিপি একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী, চমেক হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. আবদুল মাবুদ, পিবিআই কর্মকর্তা আবু জাফর মোঃ ওমর ফারুকসহ সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, জিআরপি, কোর্ট, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেশির ভাগ মামলায় তদন্তে দীর্ঘসূত্রতার কারণে চার্জশিট দেয়া যাচ্ছে না। এজন্য মেডিক্যাল সার্টিফিকেট প্রাপ্তিতে বিলম্বকে দায়ী করা হয়। চমেক হাসপাতাল প্রতিনিধি আগামী এক মাসের মধ্যে পেন্ডিং সার্টিফিকেট দেয়ার আশ্বাস দেন। জবাবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জানান, তিনি যোগদানের পর বিদ্যুৎ, বন মামলাসহ ৩২ হাজার মামলা থেকে এখন নিস্পত্তির অপেক্ষায় থাকা মামলা ১৪ হাজারে নেমে এসেছে। বাকি প্রায় অর্ধেক মামলা ইতোমধ্যে নিস্পত্তি হয়েছে। তিনি বিচার নিস্পত্তি আরও দ্রুত করতে মামলার সমন, গ্রেফতারি পরোয়ানা ও ক্রোকি পরোয়ানা নির্দিষ্ট সময়ের মধ্যে জারি করে প্রতিবেদন দাখিল করতে থানার ওসিদের নির্দেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন