শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জিজ্ঞাসাবাদের জন্য শাবি গার্ডকে তুলে নেয়ার অভিযোগ

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ৭:১৮ পিএম

প্রফেসর ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সিকিউরিটি গার্ডকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় মো. খালেকুজ্জামান নামে এক সিকিউরিটি গার্ডকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৩য় তলা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হতে পারে।’
ক্যাম্পাস সূত্রে জানা যায়, আটককৃত খালেকুজ্জামানের গ্রামের বাড়ি হামলাকারী ফয়জুলের এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে। তিনি একটি কোম্পানির অধীনে বিশ্ববিদ্যালয়ে চার বছর ধরে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন