মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করবে হুয়াওয়ে

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : সিঙ্গাপুরে প্রথম কোনো আইসিটি একাডেমি প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছে হুয়াওয়ে এবং নানইয়াং পলিটেকনিক (এনওয়াইপি)। সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। হুয়াওয়ে আইসিটি একাডেমির মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে- যৌথ গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি দক্ষতা বাড়ানো। নেটওয়ার্কিং প্রযুক্তিতে সনদ পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা এই একাডেমি থেকে হাতেকলমে দক্ষতা অর্জন করতে পারবেন। বিশ্বে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ‘হুয়াওয়ে আইসিটি একাডেমি’ বা ‘হুয়াওয়ে অথোরাইজড ইনফরমেশন নেটওয়ার্ক একাডেমি’ বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করে থাকে। এসব বিশ্ববিদ্যালয়ের সহায়তায় মেধাবী শিক্ষার্থীদের হুয়াওয়ে আইসিটি টেকনোলজিস এবং কোর্স পড়ানো হবে, সনদপত্র দেওয়া হবে এবং মেধা বিকাশে সহায়তা করা হবে। এছাড়াও এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের আইসিটি খাতে হাতেকলমে শিক্ষা নেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। এক্ষেত্রে বিশ্বের যেকোনো দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমির অংশ হতে পারবে।
হুয়াওয়ে টেকনোলজিসের ঝো দানজিন বলেন, ‘নতুন প্রযুক্তি উদ্ভাবনে তরুণ প্রজন্মকে সাহায়তা দেওয়াই হুয়াওয়ের মূল লক্ষ্য। হুয়াওয়ে অথোরাইজড ইনফরমেশন নেটওয়ার্ক একাডেমির প্রকল্পগুলোর মাধ্যমে আমরা এসটিইএম শিক্ষা ব্যবস্থা, গবেষণা এবং শিক্ষার উন্নয়নকে এগিয়ে নিতে প্রতিশ্রæতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, নানইয়াং পলিটেকনিকালের সঙ্গে আমাদের অংশীদারিত্ব শিক্ষার্থীদের নতুন ও প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে। ফলে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের বিষয়েও শিক্ষার্থীদের আকাক্সক্ষা পূরণ হবে, যা বিশ্বের ডিজিটাল অর্থনীতি উন্নয়নে অবদান রাখবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন