বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

কবিতা

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পৃথ্বীশ চক্রবর্ত্তী
রোহিঙ্গা

অন্যায়ের পক্ষে-বিপক্ষে
দু’ভাগ পৃথিবী
অশান্তির পক্ষে-বিপক্ষে
বিভক্ত পৃথিবী
অমানবতার পক্ষে-বিপক্ষে
পৃথক পৃথিবী!

এ তো ভারী অন্যায়!
এ তো ভারী লজ্জা!
এ তো একদম মানবতা বিরোধী!

তাই, কারো কারো মতে
সভ্য পৃথিবী আজ অসভ্যের পথে।

শেখ ফিরোজ
ব্যবচ্ছেদ

আমি নেকড়ের অন্তরের ব্যবচ্ছেদ করেছি
হিংস্রতা পাইনি। হিংস্রতা পাইনি সিংহ,কুকুর কিংবা শুয়োরের মনেও
আমি আজ ব্যর্থ ! ব্যর্থ হয়েছি জঙ্গলে হিংস্রতা খুঁজে
সভ্যতার ললাটে চুম্বন করে করে
স্বাদ নিয়েছি মুখ বুজে।
দেখেছি শুয়োর দুগ্ধ দিয়েছে শিয়াল শাবকে
মুগ্ধ হয়েছি! কে বলে তারে শুয়োর! প্রতিবাদ করি....
আজ আমি ব্যর্থ শুয়োর চিনিনি
সৌরভ চিনিনি ;বুনোদের জন্য ফুল কিনিনি
সভ্যতার পোশাকে আচ্ছাদিত মানুষের অন্তরে দেখেছি হিংস্ররূপ
হয়ে গেছি নিশ্চুপ ! তাই আমিও বোধ হয় মানুষ নই
শঙ্কায় আছি। বন্যেরা হিংস্রতা দান করেছে মানুষে
আসলে শুয়োরের পোষকে....
মানুষগুলো শুয়োর হলে।হিংস্র হলে আমিও নেই
রুদ্ধ হলো সত্যের পথ।চাঁদেরও হয়েছে বিপদ
চাঁদকেও আজ হিংস্র মনে হয়
আসলে বন্য হিংস্ররা মানুষ হয়েছে
মানুষগুলো হিংস্র হয়ে দিয়েছে -হিংস্র ছাদ
তারও চেয়ে হিংস্র হয়েছে রাতজাগা সেই চাঁদ।

মোহাম্মদ অংকন
বাস্তবতা বলছে অন্য কথা

ভেসে আসা অন্তরীন স্বপ্নগুলো ধোঁয়াশার মুখোমুখি বসে কিছু বলতে চায়। কিন্তু উপযুক্ত ভাষা খুঁজে পায় না; অতঃপর মুখ থুবরে পরে রয় পথেরই ধারে, যেখানে আমার নির্লিপ্ত শরীরের ক্ষতবিক্ষত টুকরো ধূলোর সাথে সদা খেলা করে। তোমার বয়ে চলা পায়ের নিষ্পেশিত আওয়াজে ঐ টুকরোগুলো যখন ডুকরে কেঁদে ওঠে, আর আমি অনুধাবন করি; কেন আমার স্বপ্নগুলো আজ নির্বাক। বেদনার হাহাকার যদি এতই নিগাঢ় হয়, তাহলে ভালবাসা শব্দটিকে পদদলিত করে আজীবন তোমার দাসত্ব করব। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা।

সাইয়্যিদ মঞ্জু
অন্ধ ঘাতক

ক্ষুধার্ত কুকুরের টানাটানি
রাস্তায় ফেলে যাওয়া নবজাতক নিয়ে
অনাহারী পশুর ক্ষুধা নিবারণ
মানুষের মাংস দিয়ে।

খবরের কাগজের শিরোনাম
আবর্জনার স্ত‚পে কুড়িয়ে পাওয়া নবজাতক
ডাস্টবিন, নালা নর্দমায় ড্রেন ম্যানহোলে
অনাথ মানব রেখে যায় অন্ধ ঘাতক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন