শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সন্তানের শাসক না হয়ে বন্ধুর ভূমিকা পালন করতে হবে -সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি, রাহবারে শরীয়ত ও ত্বরীকত হযরত শাহ্সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মাজিআ) বলেছেন, মাদকের অবাধ বিস্তারের ফলে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মাদকের সহজলভ্যতার কারণে শিশু কিশোরদের বড় অংশই আজ বিপদগামী। এ জন্য পুলিশ ও মাদক প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে। তিনি বলেন, সন্তানের বিপদগামীতার জন্য শিক্ষক এবং অভিভাবকরাও কমদায়ী নয়। মাতা-পিতা সন্তানের ঠিক মত খোঁজখবর রাখলে ও সন্তানকে ভালোবাসা দিয়ে সঠিক লক্ষ্যে পৌঁছানোর ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ করতে পারলে, সন্তান কখনো অন্যায় পথে পা বাড়াতে পারেনা। অতি আদর ও অতিশাসনের ফলে ছেলে মেয়েরা অনেক সময় বকে যায়। তাই, পিতা-মাতাকে সন্তানের শাসক না হয়ে বন্ধুর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আমাদের সন্তানরা যখন হীনমনতায় বা একাকীত্ব ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখনই সে বিপদগামীতার পথে পা বাড়ায়। তাই সন্তানের একাকীত্ব দূর করতে তাদেরকে সময় দিতে হবে। তাদেরকে ভালোবাসার বন্ধনে আগলে রাখতে হবে। সন্তানদের ছোটখাটো ভুলগুলো শুধরে দিয়ে মার্জনার চোখে দেখতে হবে। তাহলে আর তারা অন্যায় পথে পা বাড়াবে না। ঢাকার শাহজাহানপুর খিলগাঁও বাগিচা জামে মসজিদ ময়দানে বিশাল ইসলামী সম্মেলনে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন, ইসমাত জামিল আকন্দ লাভলু। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, খালিদ মাহমুদ ভূঁইয়া। আলোচনায় অংশগ্রহণ করেন, পীরজাদা হযরত মাওলানা মুফতী বাকী বিল্লাহ আল্-আযহারী, মাওলানা মাসুদ হোসাইন আল্-কাদেরী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, খলিফা সাইফুল ইসলাম কন্ট্রাক্টর, খলিফা শাহজাহান, মো: শাহিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন