শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাউজানে মাইজভান্ডারী শরিফের র‌্যালি অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম


গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.) এর ১১৪ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার উদ্যোগে মোটরসাইকেল র‌্যালি বের করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যালিটি গহিরা এজে ওয়াইএমএস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে অদুদ চৌধুরী সড়ক হয়ে ফটিকছড়ি কোঠেরপাড়, রাউজান উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও র‌্যালি উদ্যাপন পরিষদের আহবায়ক মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও র‌্যালি উদ্যাপন পরিষদের সচিব মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী পরিচালনায় বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ আলী, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, এসএম নুরুচ্ছাপা, মনছুর উদ্দিন, সেলিমুল হক রুবেল, লোকমান হাকিম, মাস্টার জাহাঈীর আলম, সাদিকুজ্জামান শফি, মামুন মিয়া, সাংবাদিক শফিউল আলম, প্রমুখ। মোনাজাত করেন মাওলানা কেএম বেলাল হোসাইন মাইজভান্ডারী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন