চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়িতে ধুপের আগুন লেগে ৯ বছরের শিশুসহ তিনটি গরুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। হয়েছে। শুক্রবার রাত সোয়া ১১টার সময় শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড মরদানার হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি হল- ওই গ্রামের সুমন আলীর ছেলে ঈশা নবী (৯)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎপাড়ার এজাবুল হকের গরুর গোয়াল ঘরে রাতে মশা তাড়ানোর জন্য একটি পাত্রে ধুপ জালানো হয়। এসময় গোয়াল ঘরে ঘুমিয়ে ছিলেন এজাবুল হকের স্ত্রী ও তার ৯ বছরের নাতী ঈশা নবী। আগুন দেখে সবাই নিজ নিজ ঘর থেকে ফাঁকা স্থানে বের হয়ে আসলেও শিশু ঈশা নবী ঘুমিয়ে থাকায় সে বের হয়ে আসতে পারেনি। গোয়াল ঘরেই আগুনে পুড়ে মারা যায় ঈশা নবীসহ তিনটি গরু এবং বাড়িঘরের অন্যান্য আসবাবপত্র। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনে। এদিকে খবর পেয়ে রাতেই শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে ধুপ জালানো ছিল। ধারণা করা হচ্ছে মূলত ধুপের আগুন থেকে এ ঘটনার সূত্রপাত। আগুনে পুড়ে ঈশা নবী নামে ৯ বছরের শিশু মারা যায় বলে ওসি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন