বাংলা নববর্ষে ক্রেতাদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দিতে ক্লাসিফায়েড ওয়েবসাইট বিক্রয় ডটকম ফেসবুকে প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
এতে অংশ নিতে চাইলে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/নরশৎড়ু-এ গিয়ে ‘নতুন বছরে নতুন পণ্য, বিক্রয় ডটকম আজ সবার জন্য’ এলবাম থেকে আপনার কাক্সিক্ষত পণ্যের ফটো নিজের টাইমলাইনে পাবলিক পোস্ট হিসেবে শেয়ার করুন। এবার পোস্টটি আপনার ফেসবুক বন্ধুদের দিয়ে লাইক করান। আপনার শেয়ার করা পোস্টটির লাইক সংখ্যার ভিত্তিতে বিজয়ী করা হবে। প্রতিযোগীদের মধ্যে কেউ অটো-লাইকারস ব্যবহার করলে তিনি প্রতিযোগিতায় অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই প্রতিযোগিতা ১ এপ্রিল শুরু হবে এবং ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন