বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

আফগানিস্তানের ফারাহ প্রদেশে পাল্টাপাল্টি হামলায় নিহত ৪৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:৩০ পিএম, ১১ মার্চ, ২০১৮

আফগানিস্তানের পশ্চিমে ফারাহ প্রদেশে সংঘর্ষে সেনা সদস্য ও বিদ্রোহীসহ ৪৯ জন নিহত হয়েছে। এর মধ্যে তালেবানদের হামলায় অন্তত ২৪ আফগান সেনা ২৫ জন বিদ্রোহী রয়েছে। গত শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসি জানায়, হামলার শিকার হওয়া আফগান সেনাবাহিনীর দলটি ফারাহ প্রদেশের বালা বুলুক জেলায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আফগান তালেবান তাদের ওপর ওই হামলা চালায়। আফগান সেনাবাহিনী হামলার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে বিমান থেকে পাল্টা হামলা করার ব্যবস্থা নেয়। এতে দুই পক্ষের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা ফরিদ বখতিয়ারের দাবি, ওই হামলার ঘটনার পরে সেনাবাহিনী বিমান হামলা চালায়। এতে ২৫ জন বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশটি ইরান সীমান্তে অবস্থিত। এই অঞ্চলকে আফিম চাষের কেন্দ্র বলা হয়। কয়েক মাস ধরে আফগান তালেবান ও সেনাবাহিনীর মধ্যে হামলার ঘটনায় প্রায়ই ঘটছে। ফারাহ প্রদেশেরই বালা বুলুক জেলাতে দুই সপ্তাহ আগে একই ধরনের হামলায় চালায় তালেবান। সেবার সেনাঘাঁটিতে হামলায় ২২ জন সেনা নিহতের ঘটনা ঘটে। এদিকে আফগান তালেবান দাবি করছে, তাদের হামলায় কমান্ডোসহ ৫৩ জন সেনাসদস্য হতাহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি জানিয়েছেন, স্পেশাল ফোর্সেসের চার সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। কিন্তু স্থানীয় প্রদেশিক পরিষদের প্রধান ফরিদ বাখতওয়ার মৃতের সংখ্যা অন্তত ১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন। লড়াই চলতে থাকায় বিমান হামলার ডাক দেওয়া হয় এবং এতে প্রায় ২৫ জন বিদ্রোহী নিহত হন বলে জানিয়েছেন তিনি। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন