শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আবারো রক্ত ঝরলো কাবাডিতে!

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আবারো রক্ত ঝরলো কাবাডিতে! রেফারিজ সমিতির নির্বাচনের বিষয়কে কেন্দ্র করে গত বুধবার ঢাকা কাবাডি স্টেডিয়াম মাঠে দুই কর্মকর্তার মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে একজন আরেক জনকে চেয়ারও ছুড়ে মারেন। এতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ আবদুল মান্নানের আঙ্গুলের নখ ওঠে যায়। ওই দিন রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আসেন। এর আগে ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে বাংলাদেশ আনসার ও বিজেএমসির মধ্যকার মহিলা বিভাগের ফাইনাল ম্যাচে বাজে রেফারিংয়ের প্রশ্ন তুলে দু’দলের মধ্যে অসন্তুষের শুরু হয়। এক সময় উত্তেজনা খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে পড়লে দু’দলের সংঘর্ষে রেফারি রফিকুল ইসলাম আহত হয়ে হাসপাতালে যান। এ নিয়ে জল কম ঘোলা হয়নি। ওই ঘটনার জের ধরে এখনো আনসার ঘরোয়া কাবাডিতে খেলতে আসছে না। সেই রেশ কাটতে না কাটতে ফের রক্তারক্তি কান্ড ঘটেছে কাবাডিতে। বুধবার স্বাধীনতা দিবস কাবাডির খেলা শেষে সন্ধ্যার পর মাঠেই খোশগল্প করছিলেন আবদুল মান্নান ও যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন মজনু। এসময় রেফারিজ সমিতির নির্বাচন নিয়ে কথা ওঠলে উত্তেজিত হয়ে পড়েন দু’জনেই। পরে এ নিয়ে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন তারা। যার শেষ হয় রক্তারক্তিতে। মজনুর আঘাতে আব্দুল মান্নানের হাত থেকে রক্ত ঝারলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মজনুও আহত হন। সূত্র জানায়, প্রায় এক বছর ধরেই কাবাডি রেফারিজ সমিতির নির্বাচন বন্ধ রয়েছে। ফেডারেশনের উপরের মহলের কর্মকর্তার কারসাজিতেই নাকি বন্ধ আছে এই নির্বাচন। সেই নির্বাচন নিয়ে তর্ক হয় দু’জনের মধ্যে। এক পর্যায়ে তা হাতাহাতির রূপ নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন