মোস্তফা মাজেদ, ঝিনাইদহ : পাসপোর্টের ছোটখাট ভুল ব্যতিত কোনরূপ তথ্য পরিবর্তন সম্বলিত আবেদনপত্র গ্রহণ বন্ধ করা হয়েছে। ফলে পাসপোর্ট গ্রহিতাদের দুর্ভোগ ও হয়রানী বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রামের মানুষ যাদের আইডি ও জন্ম নিবন্ধনে বড় ধরণের তথ্যের গরমিল বা বানান ভুল রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট করা দুরুহ হয়ে পড়েছে। তবে ছোট খাট ভুল ও বানান সংশোধন করে পাসপোর্ট প্রদান অব্যাহত রয়েছে বলে ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে জাননো হয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারী পাসপোর্টে তাদের নাম, পিতা ও মাতার নাম অথবা প্রাক পরিচয় সম্পুর্ণ রুপে পরিবর্তন এমনকি কোন কোন ক্ষেত্রে বয়সও সংশোধন করে পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদন করছেন। এ ভাবে যত্রতত্র পরিবর্তনের ফলে বহির্বিশ্বে বাংলাদেশী পাসপোর্টের গ্রহণযোগ্যতা হ্রাস পাচ্ছে। মহাপরিচালকের পক্ষে পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মোঃ সাইদুর রহমান গত ৭ মার্চ ৯২৫/১৩১ নং স্মারকে এই আদেশ জারী করেন। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, তথ্য পরিবর্তন করে ভিন্ন তথ্য সম্বলিত পাসপোর্ট গ্রহণের ফলে পাসপোর্ট বাহককে ইমিগ্রেশনে প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হচ্ছে। এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ইতিমধ্য তথ্য পরিবর্তন সম্বলিত যে সব আবেদনপত্র গহণ করা হয়েছে সেসব আবেদনকারীকে কলনোটিশ প্রদান করে আগের তথ্যানুযায়ী পাসপোর্ট নিতে বলা হচ্ছে। অফিস আদেশে আরো বলা হয়েছে অপারেটর কর্তৃক ভুল ও বানান ভুল ব্যতিত কোনরুপ তথ্য পরিবর্তন সম্বলিত আবদনপত্র গ্রহণ না করতে দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, তথ্য পরিবর্তনের ফলে বর্হিবিশ্বে বাংলাদেশী পাসপোর্টের মান কমেছে। ফলে কর্তৃপক্ষ দেশের সুমান বৃদ্ধির জন্যই এই অফিস আদেশ জারী করেছে। তিনি বলেন, বিষয়টি জনগণকে অবহিত করতে ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সচেতনতা বাড়ানো হচ্ছে। তবে ছোটখাট ভুল সংশোধর অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন