সরকারী কোষাগার থেকে বেতন ভাতা প্রদান ও পেনশন প্রথা চালু সহ ৯দফা দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৯দিন ধরে সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখেছে কালকিনি পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এতে করে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন সেবা প্রার্থীরা। আর দূর্ভোগ থেকে বাঁচতে দ্রুত কার্যক্রমে ফিরে আসার দাবী জানিয়েছে পৌরবাসী।
পৌর কর্তৃপক্ষ ও সেবা বঞ্চিত ভুক্তভোগীরা জানায়, গত ১৪জুলাই থেকে কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে কালকিনি পৌরসভার সকল প্রকার সেবা প্রদান থেকে বিরত রয়েছে পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এতে করে শহরে ময়লা আবর্জনার স্তূপ জমা হয়ে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পরছে এবং পৌরবাসীর স্বাস্থ্যহানির উপক্রম হয়েছে। একই সাথে পানি সরবরাহ জন্ম মৃত্যু নিবন্ধন সহ সকল প্রকার সেবা বন্ধ থাকায় জন দূর্ভোগ চরম আকার ধারণ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন